রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে বুথে বুথে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে মালদহে

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৫ই,এপ্রিল :: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্য ব্যাপি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে বুথে বুথে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে । সেই মতো অবস্থায় মালদার রতুয়া ২ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে বুধবার মহারাজপুর অঞ্চলের সুলতানগঞ্জ হাই স্কুলে বিভিন্ন প্রকল্পে পরিষেবা নিয়ে বসে দুয়ারে সরকার।

এই দুয়ারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জয় জোহার, কৃষক বন্ধু, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন। শিবিরের পরিদর্শনে ছিলেন রতুয়া দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশিত কুমার মাহাতো এবং পুখূরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী।

শিবির কে ঘিরে এদিন জনসাধারণের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। দূর দূরান্ত থেকে সরকারি সুবিধা লাভের আশায় লোকজন ভিড় জমাই।শিবিরে বয়স্কদের জন্য আলাদা ভাবে বসার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়। অঙ্গওয়াড়ি কর্মীদের উদ্যোগে শিশুদের মাতৃ দুগ্ধ পান করার জন্য মায়েদের জন্য আলাদা সি কর্নারের ব্যবস্থা ছিল। সর্বোপরি শিবিরের হেল্প ডেক্সে বসানো হয় সুলতানগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eighteen =