নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ৫,এপ্রিল :: মাথাভাঙ্গা মহকুমার গুমানিহাট স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনে জনসভায় প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় না থাকায় দুশ্চিন্তায় পড়েন জেলা সভাপতি সহ তৃণমূলের নেতৃত্ব। পরে ওই মাঠে ব্যাপক ভিড় হয়। মোদি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলো তুলে ধরেন তিনি সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কমিশন দেখুক কিভাবে গুন্ডামি করছে বিজেপি। নিশীথ প্রামানিকের নাম না করে তাকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজার মতো থাকছে কুড়ি ৩০ টা গাড়িতে ঘুরছে নিজের উন্নয়ন করছে অথচ কোচবিহারের মানুষের জন্য কি করেছে তার জবাব সে দিতে পারে না।
কেউটে সাপকে বিশ্বাস বিশ্বাস করতে পারেন তবে বিজেপিকে নয়। সি এ এ ও এনআরসির বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই কালা কানুন যে তিনি মানবেন না সেই বিষয়েও এদিনের নির্বাচনী মঞ্চ থেকে স্পষ্ট করেছেন তিনি।
জগদীশ বর্মা বসুনিয়াকে হীরের টুকরো ছেলে বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে তিনি বলেন যার বিরুদ্ধে হাজারো মামলা সে এখন বিজেপির সম্পদ। বিজেপি বলছে বিজেপিকে ভোট দাও তবে এজেন্সি থেকে মুক্তি পাবে।