নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৫,নভেম্বর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিবাড়ি গ্রামের ঘটনা ।
অভিযোগকারী ৩৬ বছরের প্রশান্ত কুমার মণ্ডলের দাবি আগস্ট মাসে তার কাছে একটি ফোন আসে এবং তাকে বলা হয় রিলায়েন্স ৫ জি টাওয়ার তার বাড়িতে বসানো হবে বিনিময়ে তাকে দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা ।
তারপর কেন্দ্রীয় সরকারের লোগো রাজ্য সরকারের লোগো এবং টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার লোগো জাল করে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয় এবং ধাপে ধাপে প্রায় নয় লক্ষ টাকা নিয়ে নেয় প্রতারকরা ।
অভিযোগকারী জানাচ্ছেন তিনি মোটা টাকা সুদের বিনিময়ে ঋণ নিয়েছেন এবং তার পাশাপাশি জমি বন্ধক দিয়ে সেই টাকা তিনি দিয়েছেন প্রতারক দের ।
তারপর সর্বস্বান্ত হয়ে পড়ে পরিবার অর্থাৎ মাথায় হাত ওই কৃষকের পরিবারের ইতিমধ্যে হাড়োয়া থানা একটি লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী প্রশান্ত কুমার মন্ডল পাশাপাশি হাড়োয়া থানা থেকে বসিরহাট সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে |
এই ঘটনায় মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা সচেতনতার বার্তা দিয়ে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।