কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রাজ্য সরকারের সিদ্ধান্তে সাড়ে আট হাজার প্রাথমিক স্কুল গুলিকে ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে মালদা জেলার ১৫ টি ব্লকেই বেশ কিছু স্কুল রয়েছে। এর মধ্যে বিশেষ করে ইংরেজ বাজারের শহরের আরবান এলাকার দশটি স্কুলও বন্ধের মুখে। কোন স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কম শিক্ষকের সংখ্যা বেশি আবার কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি রয়েছে।
ইংরেজ বাজার শহরের আরবান এলাকার রামকৃষ্ণ বিদ্যাভবন প্রাইমারি স্কুল ছাত্রের সংখ্যা কম থাকায় প্রায় ছয় থেকে সাত মাস ধরে স্কুল বন্ধ হয়ে পড়েছে। এমনই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, বর্তমানে স্কুলে তালা। শিক্ষকরা ইতিমধ্যেই অন্য স্কুলে বদলি হয়েছেন তেমনটাই জানা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই ভাবেই যদি স্কুলগুলি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কোথায় পড়বে। এনে কিন্তু দুশ্চিন্তায় অনেকেই। পাশাপাশি এ বিষয়ে অভিভাবকেরা জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তকে তারা সমর্থন করছে না । স্কুল বন্ধ হয়ে গেলে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার বিঘ্ন ঘটবে।
যদিও এ বিষয়ে স্কুলের এক শিক্ষিকা জানিয়েছেন, রাজ্য সরকারের স্কুল বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর থেকেই আমরা অত্যন্ত উদ্বিগ্ন । কারন আমাদের এই স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০ কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্তে স্কুল নাকি বন্ধ হয়ে যাবে এ নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীরা কোথায় বা ভর্তি হবে এবং শিক্ষক শিক্ষিকাদের কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা ।