নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২১,জুন :: রাজ্য সরকার অনৈতিকভাবে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে পঞ্চায়েত ভোট পরিচালনার পাশাপাশি ‘সন্ত্রাসেও মদত দিচ্ছে’, অভিযোগ বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের।
বুধবার বাঁকুড়া স্টেশন সংলগ্ন মাঠে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, আবার কোর্টে ধাক্কা খেয়ে সংখ্যা বাড়াবে।
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করে ভোটাভুটির ব্যবস্থা না করলে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকতোনা, আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখ্যমন্ত্রী হওয়া হতোনা বলে তিনি দাবি করেন।