নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ১,জুলাই :: শোকের ছায়া নেমে এল ধূপগুড়ি মহকুমা জুড়ে। ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক তরুণ ভলিবল খেলোয়াড়ের মৃতদেহ। মৃত যুবকের নাম অমিত রায় (২১)। তিনি ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কাঠুলিয়া গ্রামের বাসিন্দা।
সকালে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে অমিতের মা কবিতা রায় ঘরে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে তাঁর ছেলে। মুহূর্তেই ভেঙে পড়েন তিনি। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে খবর দেওয়া হয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে।
খবর পেয়ে ডাউকিমারি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জলপাইগুড়ি মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন চরম পদক্ষেপ নিল অমিত, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ভলিবলে দক্ষ ছিল অমিত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বরাবরের। বিভিন্ন জায়গায় হায়ারে গিয়ে খেলত, পুরস্কার জিতে ফিরত। স্বপ্ন ছিল ভারতের জাতীয় দলের হয়ে খেলবে একদিন। সেই স্বপ্নপূরণের আগেই আচমকা এমন মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।