রাঢ় বাংলার গ্রামীণ রীতিনীতি মেনে দেবী দ্বারবাসিনী পুজিত হচ্ছেন বিপত্তারিনী রূপে – বিপত্তারিণী দেবী দুর্গারই আর এক রূপ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়ূরেশ্বর :: মঙ্গলবার ৯,জুলাই :: দ্বারবাসিনী কালী পুজিত হচ্ছেন দেবী বিপত্তারিণী রূপে। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ রাঢ় বাংলার গ্রামীণ রীতিনীতি মেনে দেবী দ্বারবাসিনী পুজিত হচ্ছেন বিপত্তারিনী রূপে । বিপত্তারিণী দেবী দুর্গারই আর এক রূপ । হিন্দু শাস্ত্রমতে দুর্গার ১০৮ টি অবতারের অন্যতম হলেন দেবী সঙ্কটনাশিনী, তার একটি রূপ হলেন মা বিপত্তারিনী ।

প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে সেই দুদিন দেবীর ব্রত পালন করা হয় । আর চলতি বছরের ৯ই জুন মঙ্গলবার ও ১৩ জুন শনিবার অর্থাৎ ২৪ ও ২৮ আষাঢ় বিপত্তারিনী পূজো হবে । মূলত সমস্ত রকমের বাধা-বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য দেবীর পুজো করানো হয়ে থাকে ।

তাই বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর দ্বারবাসিনী কালী মন্দিরে দেবী দ্বারবাসিনীকে বিপত্তারিণী রূপে পুজো দিচ্ছেন এলাকাবাসী, আর সেই মন্দিরে বহু দূর-দূরান্ত থেকে নেমেছে ভক্তের ঢল। ১৩ রকমের ফুল, ফল, মিস্টি ও নৈবেদ্য সাজিয়ে ১৩ গিটের ধাগা নিয়ে এসে পুজো দিচ্ছেন বাড়ির মহিলারা । দ্বারবাসিনী মন্দিরের প্রধান সেবাইত করুণাসিন্ধু রায় জানিয়েছেন ‘মা দ্বারবাসিনী খুব জাগ্রত ।

কোটাসুরের কুলোদেবতা মদনেশ্বর শিবের দ্বার রক্ষক এই দ্বারবাসিনী । বছরের প্রতিটি দিনই নিত্য পূজার আয়োজন আছে এই মন্দিরে । তবে দেবী বিশেষ পুজোয় পূজিত হন বিপত্তারিণী ব্রত উৎসবে, দুর্গাপুজোর দশমী তিথিতে ও কার্তিক মাসের দীপাবলি উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =