নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার গভীর রাতে হাওড়ার পাঁচলা থানা এলাকার রানিহাটি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক এমভিআই আধিকারিক, এক সিভিক ভলেন্টিয়ার সহ লরি চালকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, এমভিআই আধিকারিকরা রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় লরির ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত এমভিআই আধিকারিকের নাম উজ্জ্বল জানা (৪৭)। তিনি পূর্ব বধমানের বরসুল আনন্দপল্লী এলাকার বাসিন্দা। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অরিন্দম বিশ্বাস (২৫)। তাঁর বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুরীতে। তবে, মৃত লরি চালকের নাম পরিচয় দুপুর পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, উলুবেড়িয়া মোটর ভেহিকেলসের ওই অফিসার যখন রাতে একটি লরি দাঁড় করিয়ে সিজার লিস্ট করছিলেন, সেই সময় পিছন থেকে আরেকটি লরি এসে সামনে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে।
দাঁড়িয়ে থাকা লরিটি এগিয়ে এসে ধাক্কা মারে ওই অফিসার এবং এক সিভিক কর্মীকে। লরির চালকও ঘটনায় জখম হন। আশঙ্কাজনক অবস্থায় মোটর ভেহিকেলসের ওই অফিসার সহ আহত ৩ জনকে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।