নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,জুলাই :: শহর বর্ধমানের পাসিখানা এলাকায় বাঁকা নদীতে তলিয়ে যাওয়া শিশুর খোঁজ তল্লাশি চালাতে বুধবার সকাল থেকেই স্পিড বোট নামানো হলো বাঁকা নদীতে। রাতভর তল্লাশি পরেও খোঁজ না পাওয়ায় বুধবার সকাল থেকেই ফের স্পিডবোটের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা ডুবে যাওয়া শিশুর দেহ খোঁজ চালাচ্ছে।পূর্ব বর্ধমান সিভিল ডিফেন্সের কর্মীরা এদিন সকালে স্পিবোটের মাধ্যমে কল্পতরু মাঠের লোহার ব্রিজ ও আলমগঞ্জ ব্রিজ পর্যন্ত এই খোঁজ চালানো হচ্ছে। জানা গেছে শিশুটির নাম রাজ সাউ শহর বর্ধমানের নেহেরু বিদ্যাপীঠ স্কুলে সে পড়তো।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে এসে বাঁকা নদীতে স্নান করতে নামে সঙ্গে থাকে তার ভাই ও দুই বন্ধু মোট চারজন ছিল তখনই সে জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গতকাল প্রথমে বুঝতে পারিনি সে জলে ডুবছে। হাবুডুবু খেতে থাকলে তখনই এলাকার মানুষ জলে নামে কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি।
সারা রাত ধরে এলাকার মানুষজন জলে নেমে খোঁজ চালিয়েছে। বুধবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোটের মাধ্যমে খোঁজ চালাচ্ছে।