নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তপন :: সোমবার ১০,জুলাই :: রাতভর বোমাবাজি, আতঙ্ক ভোটারদের মধ্যে। পুর্ননির্বাচনের আগেও তপনের দাউদপুরের ১৪৫ নম্বর বুথে দেখা নেই পুলিশের। থানায় খবর দিলেও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। সোমবার পুনর্নির্বাচন নিয়ে পুলিশ এলাকায় পৌছাতেই তাদের ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় বাসিন্দারা।
তাদের অভিযোগ, ছাপ্পার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের ভোট দিতে দেওয়া হয়নি। উলটে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। যে কারণে আজ পুনরায় ভোট দান প্রক্রিয়া শুরু হয়েছে। আজ কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি মধ্যেই শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। রাতে বোমাবাজির সময় পুলিশ না পৌঁছালেও আজ সেখানে পুলিশের গাড়ি গেলে মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।