নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পান্ডবেশ্বর :: মঙ্গলবার ১৯,সেপ্টেম্বর :: রাতের অন্ধকারে আইসি ডি এস কেন্দ্রের তালা ভেঙ্গে চুরি গেল শিশুদের খাদ্য সামগ্রী।ঘটনাটি পান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ফরিদপুর থানার লাউদোহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলাবনি গ্রামের পুরনো মসজিদ পাড়া এলাকায়।
এখানে দীর্ঘদিন ধরে রয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে সেখানকার শিক্ষিকা শুভ্রা দালাল জানান, প্রত্যেক দিনের মতো আজও তিনি অঙ্গনওয়াড়িটি খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকতেই তিনি দেখেন ১ কুইন্টাল ৭৫ কেজি চাল এবং ২৫ কেজি মুসুরির ডাল চুরি হয়ে গেছে।
তিনি বলেন এটা দেখে সঙ্গে সঙ্গ তিনি সেই এলাকার পাড়ার লোকেদের ডাকেন এবং লাউদোহা ফরিদপুর থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। তিনি আরও জানান, তার কেন্দ্রের ২৫ কেজি মুসুরির ডাল চুরি গেছে বাকি যে চাল চুরি গেছে সেই চালটা ছিল পাশের ৪৬ নম্বর কেন্দ্রের।
৪৬ নম্বর কেন্দ্রের দিদিমনিরা ছুটিতে থাকায় তাদের চাল এই কেন্দ্রে রাখা ছিল বলে জানান তিনি। রাত্রে অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে চাল ও মুসুরির ডাল নিয়ে চম্পট দেয়। এভাবে শিশু শিক্ষা কেন্দ্রের ছোট ছোট শিশুদের খাদ্য সামগ্রী চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে তার তদন্ত শুরু করেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।