নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: রবিবার ২১,জানুয়ারি :: ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকের সুভাষ নগর এলাকায়। এই ঘটনা ঘিরে এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় গত বাংলার আষাঢ় মাসে ওই কালী মন্দিরের ঠাকুরের গহনা একবার চুরি হয়ে যায়।
কাল রাত ১১ টার সময় কালী মন্দিরের ভিতরে বোমা মারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এলাকার মানুষ পরে রায়দিঘি থানার পুলিশকে খবর দিলে রায়দিঘি থানার পুলিশ আসে এসে বোমার অংশ উদ্ধার করে নিয়ে যায়। আজ সকাল থেকে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীরা ।
প্রায় দু ঘন্টা পথ অবরোধ করে স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এক সাত দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করবে বলে গ্রামবাসীদের কাছে আশ্বাস দেয় সেই আশ্বাসে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়। সুভাষ নগর কালী মন্দিরে বোমা মারার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।