নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১৯,অক্টোবর :: সাম্প্রতিক কয়েক বছরে দলমার দামালদের যাতায়াত বেড়েছে বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তের সিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম গুলিতে। খাদ্যের টানে গ্রামে ঢুকে পড়া হাতির হানায় বাড়ি ঘর ভাঙ্গচুরের পাশাপাশি প্রাণ হানির মতোও ঘটনা ঘটেছে।
এই অবস্থায় রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পড়া হাতির উপস্থিতি টের পেতে অভিনব কৌশল নিয়েছেন আদিবাসী প্রধান নেকড়াতাপল গ্রামের মানুষ। গ্রামের বিভিন্ন প্রান্তে দড়ি বেঁধে নিজেদের হাতে তৈরী ঘন্টা, স্থানীয়ভাবে পরিচিত ‘ঠরকা’ ঝুলিয়ে রেখেছেন।
ওই ঠরকা বিশালাকার হাতির শরীরে লেগে বেজে উঠবে। ফলে গ্রামের মানুষ সতর্ক হওয়ার সুযোগ পাবেন। এর ফলে হাতির হানায় বাড়ি বা সম্পত্তি হানির ঘটনা ঘটলেও প্রাণ হানির আশঙ্কা অনেকখানি কমানো সম্ভব বলে বলে ওই গ্রামের মানুষরা জানিয়েছেন।