রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৩০,সেপ্টেম্বর :: রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি! দ্রুত গতিতে ছুটে আসা বাইক আরোহীদের চোখে টর্চ লাইটের ছাটা দিয়ে বাইক থামিয়ে টাকা তোলার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

এক দুই দিন নয় বেশ কয়েকদিন ধরে এমনই হয়ে চলে আসছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস ডিসকো মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। গাজোল থেকে মালদা গামী দুইজন বাইক আরোহী দ্রুত গতিতে যাওয়ার সময় তাদের চোখে টর্চ লাইটের ছটা । অভিযোগ উঠল কর্তব্যরত কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে।

যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক, ঘটনাস্থলে দুইজন গুরুতর জখম হন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে হাসপাতালে। যদিও ওই দুই যুবকের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের এই অমানবিক ভূমিকা যা নিয়ে তারা বেজায় ক্ষুব্ধ। অবশেষে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন‍্যদিকে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম সাইকেল আরোহী । ঘটনায় উত্তেজিত জনতার এক ঘন্টা অবরোধ ৩৪ নম্বর জাতীয় সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =