সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ৫,ডিসেম্বর :: রাতের অন্ধকারে ডায়মন্ড হারবার পৌরসভার সামনে চারটি দোকান তছনছ। সকাল হতেই এ খবর চাউর হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে আর পাঁচটা দিনের মতন দোকান খুলতে এসে দোকানের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
প্রাথমিক অনুমান বড় ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ভেঙ্গে গিয়েছে স্থানীয় ডায়মন্ড হারবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর রূপালী ভট্টাচার্যের দোকান সহ আরো তিনটি দোকান।
দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তার খতিয়ে দেখছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের অভিযোগ। গতকাল রাতে দুর্ঘটনা ঘটার সময় যদি কোন দোকানের মধ্যে মানুষ থাকতো তাহলে বড়সড় বিপদ ঘটতে পারতো।
ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে রয়েছে একটি দোকান একটি অ্যালুমিনিয়াম ও ফাইবারের দোকান একটি মনোহারির দোকান সহ একটি একুরিয়ামের দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পক্ষ থেকে ডায়মন্ডহারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উমা পাত্র নামে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জানান, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ বুঝতে পারছি না। রাতের অন্ধকারে দোকান ভেঙে পড়েছে সেই খবর পাওয়ার পর তড়িঘড়ি এসে দেখি আমাদের দোকানসহ বেশ কিছু দোকান ভেঙে গিয়েছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কি করবো আমরা বুঝে উঠতে পারছিনা। এই দোকানের ওপরই ভিত্তি করে আমাদের পরিবার গুলি চলে দোকান শেষ আমরা অসহায় হয়ে পড়েছি।ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান, কে বা কারা ভেঙেছে বিষয়টি আমি জানিনা।
আমি দোকান মালিকদের বলেছি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ বিষয় জানানোর জন্য। দোকান মালিকেরা ডায়মন্ড হারবার থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

