নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৪,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের সেতপুরের ঘটনা। রাত ১১,টা নাগাদ ছিনতাই করতে গিয়ে দুঃস্কৃতিদের গুলি ছোড়ার অভিযোগ। ঘটনার প্রতিবাদে পিফা তেতুলতলা এলাকায় বসিরহাট নেজাট রোড অবরোধ ।
অবরোধকারীদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে,তা না হলে অবরোধ তুলবেন না এমন টাই হুঁশিয়ারি দিলেন অবরোধকারীরা। ঘটনার খবর পেয়ে শেতপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার পুলিশ |
গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধানের চেষ্টা করছে এই অবরোধের ফলে বসিরহাট নেজাট ও মালঞ্চ রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।