সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ১৫,ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কুমার আড়া এলাকায় রাতের অন্ধকারের গোয়াল ঘরে বিধ্বংসী আগুন, পুড়ে মরল দুটি অন্তঃসত্ত্বা গরু সহ চারটি গরু। খবর পেয়ে সকালে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ কয়েক শতাধিক মানুষ এলাকায় উপস্থিত হয়।
সূত্রের খবর সনাতন আগিয়ান নামক বছর ৭৫ এর এক বৃদ্ধ বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে প্রতিদিন রাত্রি যাপন করতেন, গতকাল তিনি অনিবার্য কারণবশত আসেন নি, হঠাৎ রাত্রি সাড়ে এগারোটা বারোটা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন এলাকার মানুষজন নেমাবর জন্য পাম্প সেট সহ বালতি কলসি দিয়ে উপস্থিত হন কিন্তু ততক্ষণ এই সব শেষ, চারটি গরু জিনিসপত্র সবকিছু পুড়ে যায়।
ইতিমধ্যে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরার নির্দেশে পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার আসেন এবং সাহায্যের আশ্বাস দেন। ইতিমধ্যে ঢোলাহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।