নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৫,সেপ্টেম্বর :: রাতের বেলায় আম বাগানে বন্ধুবান্ধব মিলে মদ্যপান করার পর স্থানীয় একটি বিলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বন্ধু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের পুটিখালি গ্রামে।
স্থানীয় সূত্রে খবর,আম বাগানের মধ্যে প্রায় দিনই বেশ কিছু যুবক নেশা করে এবং তাস খেলত । এদিন রাতেও তিন বন্ধু নেশা করে পাশের একটি বিলে নেমেছিলেন। দুজন উঠে আসতে পারলেও একজন বিলের জলে তলিয়ে যায়। সকাল থেকেই ডুবুরি নামিয়ে এবং কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় মানুষ খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। নিখোঁজ যুবকের নাম রানা বিশ্বাস বয়স ২৫ বছর।
এর আগে মাঝেমধ্যেই পুলিশ অভিযান চালিয়ে সেখানে তাস ও মদের আসর বন্ধ করার চেষ্টা করে। তারপরেও ঠিক একই ঘটনা ঘটলো। নিখোঁজ যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কিভাবে এমন ঘটনা ঘটলো ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ