নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: রাতের অন্ধকারে ভাগাড়ের পাশের জঙ্গল থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা! মঙ্গলবার রাতে অবাক করা এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের লালমাটি এলাকায়। পথচারী এক যুবকের তৎপরতায় উদ্ধার হয়েছে শিশুকন্যাটি।
ভাগাড়ের পাশে জঙ্গলে রেখে যাওয়া একটি বাজার করার ব্যাগের ভেতরেই ছিল শিশু কন্যাটি। যা দেখে প্রথমে কিছুটা হতচকিত হলেও, পরবর্তীতে ওই অবস্থাতেই শিশুকন্যাটিকে ব্যাগে করে নিয়ে থানায় হাজির হন ওই পথচারী যুবক। এরপরেই পুলিশি তৎপরতায় বালুরঘাট জেলা হাসপাতালে স্থান পেয়েছে সদ্যোজাত শিশু কন্যাটি।
জানা গেছে, সুমন বর্মন নামে ওই যুবক বালুরঘাটের কুন্ডুকলোনী এলাকার বাসিন্দা। পড়াশোনার জন্য সে এলাকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন। ওইদিন সন্ধ্যায়, রোজকার মতো শহর লাগোয়া লালমাটি এলাকায় ঘুরতে বেরিয়েছিল সে। যে সময় ঝোপের মধ্যে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি।
বিষয়টি নিয়ে প্রথমে কিছুটা হতচকিত হলেও, আওয়াজ ভেসে আসা জঙ্গলের দিকে মোবাইলের লাইট জ্বালিয়ে এগিয়ে যান তিনি। যেখানেই দেখতে পান একটি বাজার করবার ব্যাগে করে রাখা রয়েছে সদ্যোজাত শিশু কন্যাটিকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শিশুটিকে উদ্ধার করে সুমন সোজা বালুরঘাট থানায় নিয়ে যান ব্যাগ সমেত।
এদিকে এই ঘটনা চাউর হতেই রীতিমতো আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, শিশুকন্যা হবার কারনেই কি এমন নিষ্ঠুরতা? শুধু তাই নয়, তার মৃত্যু নিশ্চিত করতেই কি রাতের অন্ধকারে ভাগাড়ের পাশের ওই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল তার পরিবার?
সমাজে নারীর প্রতি এমন বিদ্বেষ কীভাবে এখনও বেঁচে আছে, সেই প্রশ্নে সরব হয়েছেন এলাকাবাসী। একইসাথে নিষ্পাপ ওই শিশুর জীবন বাচিয়ে প্রশংসার ফুলঝুড়ি কুড়িয়েছেন সুমন বর্মন নামে ওই যুবক। এদিকে শিশুটির পরিচয় বা পরিবারের সন্ধান পেতে জোর তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।