নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৪,ডিসেম্বর :: রাতের অন্ধকারে রাস্তায় পার্কিং করা একের পর এক চারচাকা গাড়ির কাচ ভেঙে চুরমার করল দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে কেউ বা কারা।
বড়নীলপুরের শালবাগান, বালিডাঙা, বটতলা, পীরতলা এলাকাগুলিতে গাড়ির মালিকরা সকালে উঠে দেখেন, গাড়ির কাচগুলি ইট বা ভারী কিছু দিয়ে আঘাত করে ভাঙা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গাড়ি চালক, মালিকরা একজোট হয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের চিহ্নিত করতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

