নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২১,ডিসেম্বর :: শহর ছাড়িয়ে গ্রামে উইনারস বাহিনী ক্যারাটে নান চাকু লাঠি বাইক চালানো বিশেষ পারদর্শী পাঁচ জন মেয়েকে বিশেষ প্রশিক্ষণ
ডিসেম্বর মাস মানেই ফেস্টিভ মুড এবার বসিরহাট পুলিশ জেলার প্রশাসনিক কর্তারা মেলা পিকনিক স্পট জনবহুল এলাকায় বাড়তি নজরদারি শুরু করল। এতদিন শহরে দেখা যেত উইনারস বাহিনীকে এবার গ্রামে ছড়িয়ে পড়ছে প্রশিক্ষিত উইনেস টিম যারা সহজে মোটরবাইক চালানো ক্যারাটে লাঠি চালানো বিশেষভাবে দক্ষ সহজেই বিপক্ষে ঘায়েল করতে পারবে।
এমনই পাঁচ জনকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করলো বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান বাদুড়িয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অয়ন চক্রবর্তী নির্দেশে এই বাহিনী প্রত্যন্ত গ্রামের ভিড় জমায়েত মেলা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে হাজির হয়ে যাবে সঙ্গে থাকবে বিশেষ প্রযুক্তির ডিজিটাল ম্যাপ এদের পিছনে থাকবে সশস্ত্র বাহিনী।
যাতে সহজে বিভিন্ন অসামাজিক কাজ মহিলাদের কটুক্তি উত্তক্ত এমনকি কেউ যেন হেনস্থা না করতে পারে এই রূপকে বিশেষ পাঁচ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ পাশাপাশি হাসপাতালে গিয়ে মহিলা চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলা অন্যদিকে নির্জন জায়গায় রোমিওদের দাপাদাপি রুখতে তারা বদ্ধপরিকর এই বাহিনী নারী সুরক্ষায় বাড়তি নজর দেবে আশাবাদী জেলা প্রশাসন।