নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ১৭,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাগমা শরীফনগর থানার পিতারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের ঘটনা । মেহেরুল ইসলাম সদ্দার প্রায় চার বিঘা জমির উপরে হাঁসের ফার্ম তৈরি করেছিল বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে
এই হাঁসের খামার করেন এর সঙ্গে প্রায় শতাধিক শ্রমিক কাজের সঙ্গে যুক্ত শুক্রবার ভোররাতে কে বা কারা ওই খামারে আগুন লাগিয়ে দেয় যার ফলে ৫০০০ হাঁস বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। সেই সঙ্গে খাবার পুড়ে ছাই নিরুল বাবুর দাবি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ইচ্ছা করে এই খামারে আগুন লাগিয়ে দিয়েছে।
যার কারণে আগুন লেগে গেছে। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ যায় তদন্ত শুরু হয়েছে কেউ আগুন লাগিয়ে দিল না এর পিছনে অন্য কোন কারণ আছে শর্ট সার্কিট থেকে আগুন লাগলো সবটাই তদন্ত শুরু হয়েছে ।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই হাঁসের খামারের মালিক পাশাপাশি তিনি বলেন সরকারিভাবে ঋণ নিয়ে আমি এই হাঁসের ফার্ম তৈরি করেছি,
এই জীবিকার সঙ্গে বহু মানুষ জড়িত |পরিকল্পনার চক্রান্ত করে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে আমার সর্বস্ব ক্ষতি হয়ে গেল যারা ঘটনা ঘঠিয়েছে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানিয়েছে।