নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সরুপনগর :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: রাতের আঁধারে বিয়ে বাড়িতে দুঃসাহসীক চুরি উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সরুপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গাবতলা এলাকার ঘটনা ।একটি বিয়ে বাড়িতে এবং পাশে অন্য একটি বাড়িতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসী চুরি।
স্থানীয় সূত্রে জানা যায়। বাড়িওয়ালা গোপাল পাল তার ছেলের বিয়ে ছিল গতকাল শুক্রবার বিয়ের কাজ সেরে আজ বৌভাতের প্রস্তুতি নিচ্ছিল রাতের সবাই যখন ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই প্যান্ডেলের বাঁশ বেয়ে উঠে দোতালায় ঘরে ঢুকে চারটি মোবাইল এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা
সেই সাথে সাথে পাশেই দুলাল পাল নামে এক ব্যক্তির বাড়িতে চিলেকোঠার উপর দিয়ে উঠে সোনার গহনা নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে পালালো চোরেরা