নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৬,নভেম্বর :: রাত্রের সাথী প্রকল্পের অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কী কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব রাহুল নাথ ও দীপঙ্কর ভৌমিক।
তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন। বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট, মাতৃমা বিভাগ, জরুরী বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। তাদের নিয়েই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এক এক করে হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন।