নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৫,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার টাকীতে রাত দখলে নাগরিক সমাজ।
এদিন টাকী রাজবাড়ি থেকে একটি মিছিল আসে অন্যদিকে হাসনাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল এসে জমায়েত হয় টাকী থুবার মোড়ে। মিছিল শেষে টাকী থুবার মোড়ে পথনাটিকার মাধ্যমে আরজিকর কান্ডের প্রতিবাদ দেখালো প্রতিবাদী মহিলারা।