নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: চন্দননগরের আগামীকাল ভোট তাই পুলিশি তৎপরতা মোড়ে মোড়ে চেকিং শুরু চন্দননগর ঢোকার বিভিন্ন রাস্তায় গাড়ি থামিয়ে চলছে পুলিশি তল্লাশি।
আগামীকাল ভোট চন্দন নগর পুরো নিগমের সেটা মাথায় রেখ এই সমস্ত গাড়ি তল্লাশি শুরু হলো।পুরনিগমের নির্বাচন নিয়ে গোটা এলাকায় ভোটের উত্তাপে চনমন করছে । রাত পোহালেই চন্দনগরের পুর নিগমের ভোট । পতাকা ও ফেস্টুনে উত্সবের সাজে সেজে উঠেছে শহর ।