সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ৭,জুলাই :: রাত পোহালেই প্রায় দু দশক পরে দার্জিলিং পাহাড়ে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন।আর তাই শুক্রবার সকাল থেকেই ডিসিআরসিতে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা।ডিসিআরসিতে গিয়ে সংগ্রহ করছেন ব্যালট থেকে অন্যান্য সামগ্রী।
যাবতীয় কিছু সংগ্রহ করার পর তারা রওনা দেবেন পাহাড়ের ভোট গ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে।দার্জিলিঙয়ের পাশাপাশি কার্শিয়াং ও মিরিক ও কালিম্পং এও ডিসিআরসি আছে।উল্লেখ্য পাহাড়ের ভোট কর্মীরা আজ থেকে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওনা হলেও
দার্জিলিং পাহাড়ের দুর্গম অঞ্চল শ্রীখোলা ও রিম্বিকে গত দু’দিন আগেই ভোট গ্রহণ কেন্দ্রের দিকে ভোট কর্মীরা রওনা হয়ে গেছেন। এই অঞ্চলগুলোতে রাস্তা না থাকার দরুন প্রায় ১৬ থেকে ১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয় ভোট কর্মীদের।