রাত ১টায় কেন শুরু হল ‘অপারেশন সিঁদুর’? জানালেন সিডিএস আনিল চৌহান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: চাঞ্চল্যকর অভিযানের পর চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল আনিল চৌহান স্পষ্ট করলেন, কেন ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছিল গভীর রাত ১টায়। তাঁর বক্তব্য, মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের প্রাণহানি এড়ানো এবং নির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্ট আঘাত হানা।

জেনারেল চৌহান জানান, “সবচেয়ে উপযুক্ত সময় হত ভোর ৬টা। তখন আলো থাকে, লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায়। কিন্তু ওই সময়ে সাধারণ মানুষ অনেকেই বাইরে বেরোন, মসজিদে নামাজের প্রস্তুতি থাকে, বাজারে ভিড় শুরু হয়। তাই সে সময় হামলা চালালে ব্যাপক নাগরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকত।”তাঁর কথায়, রাত ১টা বেছে নেওয়া হয়েছিল কারণ ওই সময়ে রাস্তাঘাট ফাঁকা থাকে, সাধারণ মানুষ বাড়িতে থাকেন। ফলে নিরাপদে লক্ষ্যভেদ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় বাহিনী আধুনিক প্রযুক্তি ও স্যাটেলাইট নজরদারির উপর ভরসা রেখেই রাতের অন্ধকারে অভিযান চালায়। “আমাদের সক্ষমতা এতটাই উন্নত যে, অন্ধকারও বাধা হতে পারেনি,” মন্তব্য সিডিএসের।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে যেমন অভিযানের সাফল্য নিশ্চিত হয়েছে, তেমনই আন্তর্জাতিক পরিসরে ভারত দেখাতে পেরেছে—সুনির্দিষ্ট ও শল্যচিকিৎসার মতো নিখুঁত সামরিক আঘাত চালানোর ক্ষমতা রয়েছে তাদের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 13 =