রাত ৯টার পরে বেলুড় মঠের গঙ্গার তীরে অন্তিম সংস্কার হবে স্বামী স্মরণানন্দের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: আজ রাত ৯টার পরে বেলুড় মঠের গঙ্গার তীরে অন্তিম সংস্কার হবে স্বামী স্মরণানন্দের। রাত ৮টা ১৫ মিনিটে সাংস্কৃতিক ভবন থেকে প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ সন্ন্যাসীদের কাঁধে চাপিয়ে নিয়ে আসা হবে পুরনো মঠ চত্বরের আম গাছ তলায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পালা চলবে।

সেখান থেকে স্বামী ব্রহ্মানন্দের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হবে। তারপরে শ্রী মা সারদার মন্দিরের সামনে নিয়ে রাখা হবে স্বামী স্মরণানন্দের নশ্বর দেহ। তারপরে স্নান করিয়ে নতুন বস্ত্র সহ সন্ন্যাসীর সমস্ত উপকরণ দিয়ে, আরতি করা হবে। তারপরে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল ঘুরে , নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্ট মহারাজের বাসস্থানে।

কিছুক্ষণ সেখানে রাখার পরে গঙ্গার তীরে শুরু হবে শেষকৃত্য। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যাতেই তিনি বেলুড় মঠে উপস্থিত হয়ে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

রাত ৮টা নাগাদ শ্রদ্ধা জানাতে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ এপ্রিল স্বামী স্মরণানন্দের ভান্ডারা অনুষ্ঠান পালিত হবে। ওই দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বলে এ দিন জানান স্বামী সুবীরানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =