রাধাকুণ্ডের স্নান তিথিতে তীর্থ নগরী নবদ্বীপের গঙ্গায় মধ্যরাত্রে ভিড় মানুষের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রাধাকুণ্ডের স্নান তিথিতে নদীয়ার চৈতন্য ভুমি নবদ্বীপ পৌরসভার নামাঙ্কিত গৌড়গঙ্গা স্নানযাত্রা উপলক্ষে সোমবার গভীর রাত থেকে নবদ্বীপের রানীর ঘাট শ্রীবাস অঙ্গন ঘাট ফাঁসিতলাঘাট সহ প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান পার্শ্ববর্তী গুমাশুক ঘাটে অগণিত দর্শনার্থীদের সমাগম ঘটে ভাগিরতি নদীতে পুণ্য স্নানযাত্রায় অংশ নিতে।

দূর দুরান্ত থেকে এদিন হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন শ্রীধাম নবদ্বীপে। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াও পুণ্যার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর দিতে রেখে স্থানীয় পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়, প্রত্যেকটি স্নান ঘাটে।

এছাড়াও পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ঘাটে স্বাস্থ্য শিবির ও জরুরী পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি এই দিন পৌরসভার জরুরি পরিষেবামূলক গাড়ি টহল দেয় নবদ্বীপ শহর জুড়ে। এক কথায় পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে এই দিন কড়া প্রশাসনিক ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রিত হয় বিশেষ এই দিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =