নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: চড়কের বড়শি ছিড়ে মাটিতে পড়ে গেল এক সন্ন্যাসী। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিনাথপুর গ্রামে। কাশিনাথপুর গ্রামবাসীদের বক্তব্য ৩২ বছর ধরে হয়ে আসছে এই চড়ক মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও তারা এই চড়ক মেলার আয়োজন করেছিলেন।
শুরুতে সবই ঠিকঠাক ছিল। যখন চড়ক ঘুরতে শুরু করলো পিঠে বরশি নিয়ে সন্ন্যাসীর দল। দু এক পাক ঘুরতে না ঘুরতেই হঠাৎই ঘটে গেল বিপত্তি। চড়ক ঘোরার সময় এক সন্ন্যাসীর পিঠের বড়শি ছিড়ে আচমকাই মাটিতে পড়ে গেল । এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেলা প্রাঙ্গণে।
তড়িঘড়ি সেই সন্ন্যাসীকে সেখান থেকে উদ্ধার করে এক বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করে গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে পড়ে যাওয়ার পরে গুরুতর আহত হন সেই সন্ন্যাসী। তার পর গ্রামবাসীদের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার পরেই তিনি সুস্থ হয়ে ওঠেন।