নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: উত্তর 24 পরগনার রানাঘাট-বনগাঁ শাখায় সিঙ্গেল রেললাইনের কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। তাই এবার ডাবল লাইনের দাবিতে আন্দোলন শুরু করল রানাঘাট বনগাঁ রেল যাত্রা সুরক্ষা সমিতি। পাশাপাশি কৃষক স্পেশাল ট্রেনের দাবিও জানিয়েছেন তারা।
সমিতির সদস্যরা জানিয়েছেন, “দীর্ঘ কয়েক বছর ধরে তারা আন্দোলন চালাচ্ছেন। সাংসদ, রেলমন্ত্রী সহ একাধিক রেল কর্তাদের চিঠি দিয়ে কোন কাজ না হাওয়াই তারা পথে নেমে আন্দোলন শুরু করলেন৷ এদিন বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় মাইক বেধে পোস্টারিং করেন। বনগাঁ রেল কর্তাকে একটি ডেপুটেশন দেন।
তাদের বক্তব্য, সিঙ্গেল লাইন থাকায় ট্রেন চলাচলে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়। মাঝেমধ্যে সিঙ্গেল লাইনের কারণে অনেক ট্রেন বাতিল করতে হয়। ডাবল লাইনের পাশাপাশি একজোড়া কৃষক স্পেশাল ট্রেন ও রানাঘাট স্টেশনে টয়লেটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে এবার বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।