নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: রবিবার ৬,এপ্রিল :: রাম আমদের হৃদয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবনা। গো-ব্যাক শুভেন্দু । রানাঘাটে পড়া এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাট বিশ্বাস পাড়া এলাকায় বিজেপি পার্টি অফিসের কাছেই গো-ব্যাক শুভেন্দু লেখা পোস্টার দেখতে পান স্থানীয় মানুষজন।
আর এর পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ পৌঁছে পোস্টার খুলে নেয়। প্রসঙ্গত শনিবার রানাঘাটে রাম নবমী পূজার উদ্বোধন করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার আগেই রানাঘাটে বিরোধী দল নেতাকে উদেশ্য করে গো ব্যাক লেখা পোস্টের দেখা গেলো রানাঘাটে।
আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৌতিক চাঞ্চল্য রানাঘাটে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিস্থিতির দিকে নজর রাখছে রানাঘাট পুলিশ প্রশাসন।