সুব্রত বাউরী :: রানিগঞ্জ :: সংবাদ প্রবাহ :: স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় না। ডাক্তার স্বামীকে খুঁজতে হাসপাতালে আসেন এক মহিলা। মহিলার অভিযোগ শুনে হতবাক হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা এবং রোগীর পরিবারের সদস্যরা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। অন্ডাল থানার অন্তর্গত বহুলা এলাকার বাসিন্দা সুনন্দা পাল (সিনহা) দাবি করেছেন যে তিনি একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার পার্থ সিনহাকে বিয়ে করেছিলেন। তার একটি মেয়েও রয়েছে। সুনন্দা দেবী বলেছিলেন যে তিনি ২০১৮ সালে পার্থের সাথে দেখা করেছিলেন। এরপর স্থানীয় মন্দিরে বিয়ে হয়।
তার একটি মেয়েও রয়েছে। মহিলার অভিযোগ, তিনি অন্তত তিনবার গর্ভবতী হয়েছিলেন। এরপর তার স্বামী তাকে জোর করে গর্ভপাত করে। সুনন্দা দেবীর অভিযোগ, তিনি জানতেন না যে তাঁর ডাক্তার স্বামী পার্থ সিনহা অনেক আগেই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী থেকে দুটি সন্তানও রয়েছে। সুনন্দা দেবীর অভিযোগ, কয়েকদিন আগে পার্থ সিনহার পরিবার তাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল।
সুনন্দা দেবীর অভিযোগ, পার্থ সিনহা তার মোবাইল ফোন থেকে তার ছবিসহ অনেক তথ্য মুছে দিয়েছেন। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী সুনন্দা সিনহা অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন। কন্যা প্রথম স্বামীর। তার প্রথম পক্ষের স্বামীর সঙ্গে আদালতে ডিভোর্সের মামলা চলছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ