নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: আসানসোলের রানিগঞ্জ ব্লকের টিরাট গ্রামে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানোর অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে।
এরপরে, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল অন্যান্য বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে আসানসোলে জিটি ও ১৯ নং জাতীয় সড়কের সংযোগস্থল কালীপাহাড়ি এলাকায় রাস্তা অবরোধ করেন।
দেখানো হয় বিক্ষোভও। দুটি জায়গাতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি বিধায়ক শাসক দলকে আক্রমণ করেন। জানা গেছে, এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল টিরাট এলাকায় ” পাড়ায় পাড়ায় দিদিভাই ” কর্মসূচিতে যোগ দিতে যান।
তিনি পরিদর্শন করার পাশাপাশি সেখানে তিনি এলাকার মানুষের সাথে দেখা করছিলেন। অভিযোগ সেই সময় অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানো হয়।

