নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: রানিবাঁধ :: সোমবার ২৬,জানুয়ারি :: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন এর প্রাক্কালেই জঙ্গলমহলের রানিবাঁধ বিধানসভায় চার্জশিট পেশ বিজেপির।
খাতড়া বিজেপি পার্টি অফিসে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপির রাজ্য মুখপাত্র শঙ্কুদেব পন্ডা ।
রানিবাঁধের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে আবাস যোজনা— সর্বত্রই থাবা বসিয়েছে দুর্নীতি, এমনটাই দাবি গেরুয়া শিবিরের।
বিজেপির অভিযোগ, রানিবাঁধ সরকারি হাসপাতালে কোনো ডাক্তার নেই। ঝাড়ুদার আর ফার্মাসিস্টদের দিয়ে চলছে চিকিৎসা পরিষেবা, যার ফলে সাধারণ মানুষের জীবন চরম সংকটে। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে রানিবাঁধের ঝিলিমিলি প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধের মুখে।
রানিবাঁধ-বাঁকুড়া-ছাতনা-পুরুলিয়া রেল প্রকল্পের কাজ এগোয়নি। অন্যদিকে হাতিরামপুর-বনকাটা এলাকার রাস্তা এতটাই খারাপ যে সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারেনা, রোগীদের কাঁধে করে নিয়ে যেতে হয়। রানিবাঁধের এই চার্জশিট ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভোটের আগে এই ‘দুর্নীতির ইস্যু’ যে রানিবাঁধের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

