রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার, বাঁশড়া সি পিট কোলিয়ারি বন্ধ করে চলছে বিক্ষোভ আন্দোলন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: দীর্ঘদিন ধরে ই সি এল কর্তৃপক্ষ গ্রামবাসীদের জমি অধিগ্রহণ না করে, সেই সকল এলাকায় কয়লা খনির জল ফেলে রাখার কারণে বিস্তীর্ণ এলাকার জমি, জলমগ্ন হয়েছে আর সেই জমি ইসিএলকে অধিগ্রহণের দাবিতে বারংবার হয়েছে বিক্ষোভ আন্দোলন।

এবার সে বিষয়ের প্রেক্ষিতেই নেওয়া হলো চরম সিদ্ধান্ত। ইসিএল এর আধিকারিকদের ঘুম ভাঙ্গানোর লক্ষ্যে, বারংবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ না করায়, রানীগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার, বাঁশড়া সি পিট কোলিয়ারি বন্ধ করে চলছে বিক্ষোভ আন্দোলন।

এ মুহূর্তে কয়লা খনির সমস্ত শ্রমিক কয়লা খনিতে নামতে না পেরে খনির ওপরেই বসে রয়েছে। গ্রামবাসীদের দাবি যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে, ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ আন্দোলন, বন্ধ থাকবে কয়লা খনি। এদিন সকাল আটটা থেকেই এই আন্দোলন চলছে।

জানা গেছে এই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণে প্রায় আড়াইশো বিঘার মত। এর দ্বারা প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার প্রভাবিত হচ্ছে। এই মুহূর্তে চলছে বিক্ষোভ আন্দোলন, কয়লা খনির এই খনি মুখের দপ্তরে, এখনো হাজির হয়নি কোলিয়ারির লোকাল ম্যানেজমেন্ট। যে কোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবেলার জন্য ই সি এল নিরাপত্তা রক্ষী রয়েছে খনি চত্বরে। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা রক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =