নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১০,মার্চ :: রানীগঞ্জের তার বাংলা এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনা চাঞ্চল্য ছড়ালো | দোকানের মালিক জানিয়েছেন সকালে দোকান খুলতে গেলে দোকানের শাটার খোলা রয়েছে। দেখে প্রায় ৩০ লক্ষ টাকার গহনা চুরি গিয়েছে |
গতকাল বাড়ির মালিক সোনার দোকানের মালিক কে হুমকি দিয়েছে টাকা না দিলে দোকান ভেঙ্গে দেয়া হবে। তারপর এই ঘটনা ঘটে | জানা গিয়েছে, মন্টু সিং নেশাগ্রস্ত। নেশা করার জন্য তার কাছ থেকে টাকা নিতো | চুরির ঘটনা হওয়ার পর ঘটনাস্থালে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে |