নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ :: শুক্রবার ২২,আগস্ট :: রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারির সি পিঠে ডুলি আটকে গিয়ে দেড় ঘন্টা ধরে খনির মাঝে ঝুলে থাকলো ১৮ জন শ্রমিক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটে এই ঘটনা।
শুক্রবার সকাল নটা কুড়ি থেকে এগারোটা পর্যন্ত আটকে থাকে ১৮ জন শ্রমিক জানা গেছে যখন ডুলিটি যাচ্ছিল সে সময়ই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সে আর এর জেরে প্রায় ৬০ ফুট উচ্চতায় আটকে থাকে তারা।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এখন কোলিয়ারি চত্বরে কোলিয়ারির আধিকারিক দের ঘিরে ধরে চলছে বিক্ষোভ। শ্রমিকদের দাবি প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে এই ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন তারা।