রানীগঞ্জের সেনকো গোল্ড এর সোনার দোকানে ভয়াবহ ডাকাতি – ডাকাত পুলিশ গুলির লড়াই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ  :: রবিবার ৯,জুন ::   হাতে আগ্নেয়াস্ত্র, পরপর ৬-৭জন সশস্ত্র ডাকাত রাণীগঞ্জের একটি সোনার দোকানে ঢুকে লুঠপাট চালায়।এদের অনেকেই মাথায় হেলমেট পরেছিল।পুলিশের সাথে গুলি বিনিময়ের পরেও দুটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।কিন্তু এরা কারা?
সুত্র মারফত জানা যাচ্ছে এরা ঝাড়খন্ডের ধানবাদের কুখ্যাত এক ডাকাত দলের কাজ।দিনেদুপুরে এরা এই ধরনের অপরাধের কারনে খনি অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।রাণীগঞ্জ থেকে পালিয়ে যেতে পেরেছে এই ডাকাত দলটি ? সুত্র মারফত জানা যাচ্ছে নিমচার জঙ্গলে এই ডাকাতদলটি আত্মগোপন করেও থাকতে পারে।সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে রাণীগঞ্জ থানার পুলিশ।
https://youtu.be/ZFlxEvLdXF4
সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই। রানীগঞ্জের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ড এ ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ।
এদিন দুপুর ১২ঃ১৫ নাগাদ ৮ সদস্যের ডাকাত দল অত্যাধুনিক কার্বাইন সহ সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে ১০-১৫ মিনিট ধরে লুটপাট চালায়।
এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যেই গুলি ছুঁড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয়।
যদিও দ্রুতগতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়নি  বলেই এই মুহূর্তে জানা গেছে ।
তবে ডাকাত দল মুহূর্তে ঘটনার স্থল ছেড়ে পালিয়ে যাওয়াই কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। জানা গেছে হিন্দি ভাষাভাষী ২২,২৫ বছরের ৮ জন যুবক হঠাৎ করেই ঢুকে এই ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। যদিও মুহূর্তে এই ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের হাজারো মানুষ এ মুহূর্তে জড়ো হয়েছে রানীগঞ্জের তারবাংলা অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =