নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: কুকুরে মুখে করে নিয়ে যাচ্ছে সদ্যোজাত শিশু কন্যাকে এ বিষয়টাই লক্ষ্য করে ভয়ে, আতঙ্কে, শিউরে উঠল রাস্তায় চলতে থাকা মানুষজন। আর তারপরই কুকুরকে তাড়া করতেই, কুকুর রাস্তার উপর ফেলে চলে গেল শিশু কন্যাকে।
তবে সামনে এগিয়ে, দেখা গেল সদ্যজাত শিশু কন্যা মৃত অবস্থায় রয়েছে। রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায় এই বিষয় লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে অনেকে। এভাবে কেউ নিজের সদ্যোজাত শিশুকন্যাকে ফেলে দিতে পারে, তা দেখেই ছি ছি করছে এলাকার মানুষজন।
অনেকেই দাবি করছে, কেউ হয়তো নিজের লজ্জার লুকানোর জন্য, এভাবে কুমারী মা হয়ে শিশুকন্যাকে ফেলে দিয়েছে রাস্তার ধারের ডাস্টবিনে, অনেকে আবার দাবি করছেন না কন্যা সন্তান হয়েছে তো তাই হয়তো দায়মুক্ত হতে, তাকে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে।
এদিকে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানানোর সাথেই রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মৃত সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে আগামীতে ওই শিশু কন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে।
তবে কে বা কারা ঐ শিশু কন্যাকে সেখানে এরূপভাবে ফেলে দিয়ে গেছে সেসব বিষয়ক খোঁজখবর শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার মধ্যে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরা গুলির ফুটেজ।