রানীগঞ্জ এগারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা স্থানীয় জলের দাবীতে রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: শনিবার ৩০,আগস্ট :: রানীগঞ্জ এগারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা স্থানীয় জলের দাবীতে রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ। তাদের দাবি দীর্ঘ আট দশ দিন ধরে রাস্তায় পানীয় জল আসবে না তার জন্য চরম দুর্ভোগে করতে হচ্ছে আমাদের।পঞ্চায়েত কে বারবার বলা সত্বেও কোন কর্ণপাত করছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও পঞ্চায়েত প্রধান।

উপপ্রধানের দাবি পাইপলাইন খারাপ থাকায় রাস্তার কলে জল আসছে না. মেরামতির কাজ চলছে। আমরা ট্যাংক করে পানীয় জলের ব্যবস্থা করছি। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ স্থানীয়দের। অবশেষে স্থানীয় উপপ্রধান আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =