নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৩,এপ্রিল :: গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন।গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় বড় বিপদের হাত থেকে বাঁচলো জনবহুল এলাকা। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সিলিন্ডার আগুন জ্বলতে দেখে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা যায়নি।
খবর দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সি কে। গ্যাস এজেন্সি থেকে এক কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেয়। পরবর্তীতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকল। আসবাবপত্র পুড়ে যাওয়া সহ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন।