কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: রান্নার গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মানিকচের নুরপুরের সবজি পাড়া এলাকায়।আগুনে পুড়ে ছাই ঘরের ভিতরে থাকা আসবাবপত্র,জমিতে চাষ করার বিভিন্ন সবজির বীজ সহ নগদ টাকা।দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ দুটি পরিবার।
বুধবার সন্ধ্যা নাগাদ রান্না করতে গিয়ে গ্যাস লিক করে হঠাৎ আগুন লেগে যায়।আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পরতেই পুড়ে ছাই যায় দুই ভাই মাইউদ্দিন মিঞা এবং নিজাম মিঞা এর দুটি ঘর সহ ঘরের ভিতরে থাকা সমস্ত কিছু।ক্ষতির পরিমান জানা গেছে প্রায় ছয় লক্ষ টাকা।খবর পেয়ে ছুটে আসেন এলাকার প্রাক্তন প্রধান মোতালিব খাঁন তিনি পরিবারের পাশে থাকা আশাস দেন।ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে।