নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৯,জুলাই :: রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ১ নম্বর অঞ্চলের ভাড়খান্ডা গ্রামে। মৃতার নাম ভারতী প্রামাণিক ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে ভারতীদেবী গ্যাসে রান্না করছিলেন। সেই সময় অসাবধানতাবশত তাঁর পরনে থাকা শাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে। পরিস্থিতি গুরুতর দেখে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে তার মৃত্যু হয় । এই মর্মান্তিক ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় এলাকাতেও শোকের পরিবেশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলেই মনে করা হচ্ছে।