নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: সোমবার ২৭,জানুয়ারি :: নাম আনসাফ আলী , সুদূর বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা। গ্রামের নাম ধান ডাঙ্গা, গ্রামে গ্রামে ঘুরে মনোহারী ব্যবসা করেন। বয়স ৩৭ বছর, বাড়িতে মোট সদস্য সংখ্যা ৫। বৃদ্ধ বাবা দুই ছেলে স্ত্রী রয়েছে বাড়িতে। তিনি ব্যবসা শুরু করেছেন ১৬ বছর আগে অর্থাৎ ২০০৮ সাল থেকে।
মোহহমদ রাফি সাহেবের গান গেয়ে জিনিস পত্র বেচা কেনা করে থাকেন। তার বয়স মাত্র যখন ১২ বৎসর তখন থেকে রাফি সাহেবের গান গাওয়া শুরু। এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন অনেক ছোট বয়স থেকেই তিনি রফি সাহেবের গান গাওয়া শুরু করেন।
তিনি একজন মহাম্মদ রফির বড় ভক্ত। স্বনামধন্য শিল্পীর গান গাইতে বড় ভালবাসেন তিনি। তাঁর গান গেয়ে বিভিন্ন গ্রামগুলিতে ঘুরে জিনিসপত্র কেনাবেচা করে থাকেন।