নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: সোমবার ২২,ডিসেম্বর :: দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত রামচক অঞ্চলের দোনাচক ১ নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
১২ বছর ধরে এই উৎসব হয়ে আসছে। স্বেচ্ছায় রক্তদান উৎসবে ১৪ জন মহিলা এবং ৫০ জন পুরুষ রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছেন তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক।
এই উৎসবে উপস্থিত ছিলেন ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াশীষ ঘটক সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যা জোৎস্না ভৌমিক এবং সংস্থার সভাপতি কমলকান্ত ভৌমিক, সম্পাদক শুভদীপ ভৌমিক।
সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন “বর্তমানে পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের সব জেলার ব্লাড ব্যাঙ্কে ভীষণ রক্তের সঙ্কট, যাঁর ফলে মুমূর্ষ রোগীরা এবং তাঁদের পরিবাররা রক্তের প্রয়োজনে সমস্যায় পড়েছেন, সেই রক্তের অভাব মেটাতে আমরা এই স্বেচ্ছায় রক্তদান উৎসব আয়োজন করেছি” ।

