নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানাঘাট :: রবিবার ৬,এপ্রিল :: রামনবমীর দিন রানাঘাট রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা উদ্বোধন অনুষ্ঠানে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেদিন তিনি জানান, সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে এবার থেকে ফোন এলে একটা কথাই বলবেন জয় শ্রীরাম হাই হ্যালো ছেড়ে জয় শ্রীরাম বলো। এদিন যোগী আদিত্যনাথ এর কথা অনুযায়ী রামনবমী উপলক্ষে শুভেন্দুর মন্তব্য বাটেঙ্গে তো কাটেঙ্গে।
অপরদিকে এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসএসসি কাণ্ডে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি প্রসঙ্গে শুভেন্দুর প্রতিক্রিয়া সিবিআই ছিল বলে আজ চাকরি প্রার্থীরা সাহস দেখাতে পারছে, সিবিআই আছে বলেই সকলে প্রতিবাদ করতে পারছে।