কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২২শে, মার্চ :: রামনবমীর প্রাক্কালে শুরু হল রামকথা পাঠের আয়োজন। রামনবমীর দিন পর্যন্ত অর্থাৎ নয় দিন ধরে এই রামকথা চলবে। বুধবার সকালে ঘটা করে কলস যাত্রার মাধ্যমেই এই রাম কথার আয়োজন করা হয়।
 মালদার বালুচর মহাবীর মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এদিন সকালে ওই মন্দির থেকে অসংখ্য মহিলা ভক্তরা মাথায় কলসি নিয়ে এই শোভাযাত্রায় শামিল হন। গোটা শহরে শোভাযাত্রা পরিক্রমা করে। মহাবীর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রামনবমী উপলক্ষে আগামী নয় দিন ধরে রামকথা পাঠ করা হবে । যার জন্য বেনারস থেকে বিশিষ্ট পন্ডিতের এসেছেন । পাশাপাশি বজরংবলীর পুজো চলবে। আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার পালিত হবে রামনবমী উৎসব।
মালদার বালুচর মহাবীর মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এদিন সকালে ওই মন্দির থেকে অসংখ্য মহিলা ভক্তরা মাথায় কলসি নিয়ে এই শোভাযাত্রায় শামিল হন। গোটা শহরে শোভাযাত্রা পরিক্রমা করে। মহাবীর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রামনবমী উপলক্ষে আগামী নয় দিন ধরে রামকথা পাঠ করা হবে । যার জন্য বেনারস থেকে বিশিষ্ট পন্ডিতের এসেছেন । পাশাপাশি বজরংবলীর পুজো চলবে। আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার পালিত হবে রামনবমী উৎসব।

