নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৫,এপ্রিল :: রামনবমীর শোভাযাত্রা জঙ্গি হামলা হওয়ার সম্ভবনা রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
তিনি জানান মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হয়েছে। তেমন ভাবে স্লিপার সেল এই নাশকতার ছক করেছে।
আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। তাই দেশের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তাঁর আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন।
তিনি জানান মালদা ও মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে। তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী। তাঁর দাবী শান্তি বজায় রাখার জন্য রামনবমীর শোভাযাত্রা তে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক।